লাইফস্টাইল ডেস্ক : গর্জিয়াস পোশাকের সঙ্গে হাই হিল না হলেই যেন নয়। কোনও পার্টিতে কিংবা বিশেষ অনুষ্ঠানে শাড়ি কিংবা সেলোয়াড়ের সঙ্গে জমকালো হাই হিল না থাকলে কি আর নিজেকে মানাবে? এমন ধারণা অনেকেরই। কিন্তু একবারও কি ভেবেছি- এই হাই হিলের ক্ষতিকর দিকগুলো। না ভেবে থাকলে এবার ভাবুন।
পোশাকে ব্যক্তিত্বের পরিচয়- কথাটা নেহায়েত কথার কথা নয়। পার্টি কিংবা প্রতিদিনের অফিস হোক- অন্তত হাই হিল থেকে সতর্ক হওয়াটা জরুরি। কিন্তু আজকাল চাহিদার কথা মাথায় রেখে নারী-পুরুষ নির্বিশেষে সবার জুতার নিচেই একটু-আধটু হিল রাখছে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। মেয়েদের ক্ষেত্রে সেই হিলের উচ্চতা ও সরু গঠন দিনকে দিন বাড়ছে।
আর এ নিয়ে উদ্বিগ্ন হাড় ও স্নায়ুবিশেষজ্ঞরা। অল্পবয়সী ছেলেমেয়েদের হাঁটুর অসুখেরও বড় কারণ কিন্তু এই হাই হিল। কম বয়সে আর্থ্রাইটিসকেও ডেকে আনে এই উঁচু জুতো।
স্নায়ুরোগ বিশেষজ্ঞরা বলছেন- হাই হিল পরা বন্ধ না করলে পায়ের নানা অসুখ তো বটেই, এমনকি একালে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
এছাড়া হাই হিল পরে হাঁটুর সমস্যা, মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা, পায়ে ব্যথা, মস্তিষ্কে প্রভাব, স্নায়ুর সমস্যার মতো বড় কোনও অসুখে ভুগতে হতে পারে আপনাকে।
সুন্দর আর নামিদামি ব্র্যান্ডের হাই হিল যদি আপনার অসুখ কিংবা অস্বস্তির কারণ হয় তবে আপনাকে এবার সেই জুতো পরা বাদ দিতেই হবে। কেননা, ফ্যাশনের চেয়ে সুস্থ থাকাটাই তো জরুরি ও অধিক প্রয়োজনীয়।
Discussion about this post