কারকনিউজ ডেস্ক : ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি দল আনসারুল্লাহ বাংলাটিমের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে র্যাব-১ এর একটি দল উত্তরা এলাকায় ওই অভিযান চালায়।তবে গ্রেপ্তারদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি তিনি।
র্যাবের এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, দেশের সম্মানিত ব্যক্তিবর্গ এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যা চেষ্টা পরিকল্পনার সাথে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১।
শুক্রবার ঢাকার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টার এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মুফতি মাহমুদ খান জানান।
Discussion about this post