খেলাধুলা ডেস্ক : চলছে বিপিএলের ছষ্ঠ আসর। টি-২০ ক্রিকেট মানেই চার-ছক্কার বৃষ্টি। মাঠের ক্রিকেটে যেমন বিনোদন দিতে প্রস্তুত থাকেন ক্রিকেটাররা তেমন মাঠের বাইরে মাইক্রোফোন হাতে উপস্থাপনায় যারা থাকেন তারা দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু।
এবার বিপিএল সম্প্রচার হচ্ছে দেশের দুটি চ্যানেলে মাছরাঙ্গা ও জিটিভিতে।জিটিভির পর্দায় ক্রিকেট এক্সটা ও ক্রিকেট মেনিয়া নামে দুটি লাইভ প্রোগ্রাম করে থাকেন উপস্থাপিকা ও মডেল প্রিয়া জান্নাতুল। প্রতিটি ম্যাচ শুরুর আগে ক্রিকেটের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদেরকে নিয়ে এই অনুষ্ঠান করে থাকেন প্রিয়া।
সেখানে ম্যাচ প্রিভিউ, ম্যাচ নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকেন এই উপস্থাপিকা। ক্রিকেট এক্সটা ও ক্রিকেট মেনিয়া নামে অনুষ্ঠান দুটি সাধারন দর্শকদের কাছে খুবই পছন্দের একটি ক্রিকেট লাইভ শো।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকেই প্রিয়া জান্নাতুল এর এই অনুষ্ঠান কে তাদের দেখা খুবই সুন্দর ক্রিকেট আলোচনা হিসেবে উল্লেখ করতে দেখা যায়।
এছাড়া সামাজিক মাধ্যমে প্রিয়া জান্নাতুল কে নিয়ে নানা আলোচনা সমালোচনা করলেও প্রিয়া জানিয়েছেন সে এগুলোতে কান দিচ্ছেন না। তার কাজ তিনি খুবই ভাল ভাবেই করে যাচ্ছেন। সেই সাথে বিপিএলের মত আসরে থাকতে পেরে নিজের সন্তুষ্টির কথাও জানান প্রিয়া জান্নাতুল।
Discussion about this post