স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে মাসুদ রানা শয়নের (০৮) হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নানী মোছা.মাজেদা বেগম।
সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রুহুলী গ্রামের মো.আজাহার আলীর স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মাজেদা বেগম বলেন, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ঘাটাইলের রামপুর গ্রামের মো.শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেনের হাতে অপহৃত হন নাতী মাসুদ রানা শয়ন। ২ অক্টোবর মাসুদ রানা শয়নের মুক্তির জন্য পরিবারের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে মো.জাহাঙ্গীর হোসেন। পরে মুক্তিপন বাবদ ২ লক্ষ টাকা প্রদান করলেও মাসুদ রানাকে হত্যা করে মধুপুর উপজেলার টেংরী কবরস্থানের পাশে দাফনবিহীনভাবে মাটিতে পুতে রাখা হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ঘাটাইলের রামপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), ভূঞাপুর উপজেলার রুহুলী চর পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মো. সোহেল (২০), গোপালপুর উপজেলার কামাক্ষাবাড়ি গ্রামের হিরালাল আর্য্য এর ছেলে গৌতম চন্দ্র আর্য্য (৩০) কে গ্রেফতার করে পুলিশ। আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৫ সালের ১৮ মার্চ নিহত মাসুদ রানার কঙ্কাল উদ্ধার করে পুলিশ। আসামীরা হত্যা কান্ডের ঘটনায় নারী ও শিশু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধী দেন। কয়েকমাস জেল হাজতে থাকার পর আসামী জামিনে মুক্তি লাভ করে। জামিনে বের হওয়ার পর আসামীরা তাকে ও নিহত মাসুদের মা মাসুদা বেগমকে মামলা তুলে নেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে। পরবর্তীতে নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত বছরের ৪ ডিসেম্বর ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত মাসুদ রানার মা মাসুদা বেগম ও তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন ।
Discussion about this post