সখীপুর(টাঙ্গাইল) সংবাদদাতা : পাঠক প্রিয় অনলাইন কারকনিউজে সংবাদ প্রকাশের পর সখীপুর উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ আদায় করা টাকা ফেরত পেলেন পরীক্ষার্থীরা।
গত ২৯ জানুয়ারি মঙ্গলবার কারকনিউজে “সখীপুরে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের নজরে আসলে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামকে তদন্তের নির্দেশ দেন। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টাকা নেওয়ার বিষয়টির সত্যতা পেয়ে প্রধান শিক্ষককে টাকা ফেরতের নির্দেশ দেন। পরে শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবাদ নেওয়া ৩০০ টাকা করে ফেরত দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হারুনুর রশিদ।
উল্লেখ্য, উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র উত্তোলনে ৩০০ টাকা করে আদায় করা হয়েছিল। এ বছর ওই বিদ্যালয় থেকে ৪০ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছে।
Discussion about this post