কারকনিউজ ডেস্ক : টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন তিনি।
সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের।
প্রস্তাবটি কণ্ঠভোটে দেন সংসদে স্পিকারের আসনে থাকা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এসময় ‘হ্যাঁ’ বলে তাতে সমর্থন জানান সংসদ সদস্যরা।
পরে অধিবেশনে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এসময় নির্বাচিত স্পিকার শিরীন শারমিন সংসদ ভবনে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শপথ নেন।
এর আগে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে মনোনীত করা হয়।
প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের শেষ দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আবদুল হামিদ। এতে সংসদে স্পিকারের আসন শূন্য হলে সেখানে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অভিষিক্ত হন সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী।
এর আগে, নবম সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি। ২০১৪ সালের শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরীন শারমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকেই নির্বাচিত হয়েছেন তিনি।
Discussion about this post