আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই দুটি নৌকা ডুবে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ১৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জিবুতির উত্তর-পূর্বের ম্যানগ্রোভ এলাকার গোদোরিয়া উপকূলে আফ্রিকান অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকা দু’টি ডুবে যায়।
আইওএম বলছে, ঠিক কোন জায়গায় নৌকা দু’টি ডুবেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এক তরুণকে শনাক্ত করতে পেরেছেন উদ্ধারকারীরা। সেই তরুণ জানিয়েছেন প্রথম নৌকায় ১৩০ জন যাত্রীর মধ্যে তিনি ছিলেন। কিন্তু অপর নৌকার তথ্য দিতে পারেননি তিনি।
আইওএমের মুখপাত্র জোয়েল মিলম্যান জানিয়েছেন, আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বোঝাই নৌকা দুটি ইয়েমেনের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে ওবোক অঞ্চলের গোদোরিয়ার উপকূলে নৌকা দুটি ডুবে গেছে।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাঁচটি লাশ উদ্ধার করে। অভিযানে দুই অভিবাসন প্রত্যাশীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
Discussion about this post