কারকনিউজ ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে ডাতাকির প্রস্তুতিকালে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কালীগঞ্জ থানা পুলিশ নিহত ওই দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত, মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের বিষয়টি নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া।
নিহতদের বাড়ী নরসিংদী জেলায় জানা গেলেও তাদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি থানা পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। ঘটনার পর ঘটনাস্থলে থেকে আটককৃত ডাকাতদের কাছ থেকে ব্যবহৃত ১টি রামদা, ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শণ করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, ওসি (অপারেশন) সোহেল রানা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত রাথুরা এলাকার মৃত মাওলানা মাজনুনের স্ত্রী রাবেয়া বেগমের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে। পরে প্রতিবেশী সায়েম আকন্দের বাড়ির কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে মোবাইল ফোনে প্রতিবেশীদের জানায়। পরে গ্রামবাসী স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদের ধাওয়া করে। দুই ডাকাতদের আটক করে রাতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। বাকীরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মাওলা জানান, ডাকাতদের আটক করে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। তাদের অপর সহযোগীরা ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতদের ব্যবহৃত রাম দা, চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post