স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল ভারত শিলিগুড়ি ও বাংলাদেশ সোনালী অতীত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু প্রমুখ।
প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করেন ভারত শিলিগুড়ি ভেটারেন প্রেয়ার এ্যাসোসিয়েশন বনাম বাংলাদেশ সোনালী অতীত ক্লাব টাঙ্গাইল। বাংলাদেশ সোনালী অতীত ক্লাব ০- ০১ গোলে পরাজিত করে ভারত শিলিকুড়ি ভেটারেন প্রেয়ার এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়।
Discussion about this post