কারকনিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ শহরের ১১ নং ওয়ার্ড চর ইসলামাবাদ এলাকায় পেছন থেকে ট্রাক চাপায় মফিজ উদ্দিন (৫২) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত.সিরাজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার(২৯ জানুয়ারী) দুপুর পৌনে ২টার দিকে নিহতের বাড়ির নিকটেই এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি (পাবনা-ট-০২-০০২৭) ও এর চালক শহরের ফুলকুড়ি রেহাইচর এলাকার মফিজুদ্দিনের ছেলে সেলিমকে (৩৭) আটক করেছে।
সদর উপজেলার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সদর উপজেলার শেখ হাসিনা সেতুগামী সড়কে মোটরসাইকেল চালক মফিজ সড়কের ওপাশে যাবার জন্য মোড় নিলে পেছন থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলেও জানান উপপরিদর্শক জাহিদ।
Discussion about this post