বিনোদন ডেস্ক : বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে ওয়েব সিরিজ। গত কয়েক বছরে ওয়েব সিরিজের দশর্ক, বেড়েছে নির্মাতা। আগে অপরিচিত সৌখিন ও নবীন শিল্পীদেরই কেবল ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যেত, হালে অনেক তারকাকেই অনলাইনের এই মাধ্যমটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে । সেই ধারাবাহিকতায় ঢালিউডের একসময়ের ব্যস্ত নায়িকা পপি প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ওয়েব সিরিজে। শনিবার অনলাইনে মুক্তি পাওয়া ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
ইন্দুবালা নামের এক সাহসী ও প্রতিবাদী নারীকে কেন্দ্র করে গড়ে ওঠেছে ওয়েব সিরিজের গল্প। ১৩ পর্বের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছে অনন্য মামুন।
প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, আমি সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। দর্শকদের কাছে দিন দিন ওয়েব সিরিজগুলো গ্রহণযোগ্যতা পাচ্ছে। নতুন মাধ্যমে নতুনভাবে নিজে পরখ করতেই ইন্দুুবালা ওয়েব সিরিজে অভিনয় করা। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনো তৈরি হয়নি।
এতে নিজের অভিনীত চরিত্র সম্পর্কে তিনি বলেন, সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী নারী ইন্দুবালা। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। এতে একাধিক ডাইমেনশন আছে। অভিনয় করতে ভালো লাগছে।
‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে চলচ্চিত্র নায়িকা আঁচলও আছেন, তিনি অভিনয় করছেন।একজন পুলিশ অফিসারের চরিত্রে । আরো অভিনয় করেছেন তারিক আনাম খান ও শহীদুজ্জামান সেলিমের মতো সিনিয়র অভিনেতা। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড। সিনেস্পট নামের একটি অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এটি।
এই ওয়েবসিরিজটি ছাড়াও পপি সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রে কাজও শুরু করেছেন । শহীদুল হক খানের পরিচালিত ‘টার্ন’ নামের এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি।
Discussion about this post