কারকনিউজ ডেস্ক : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটে শুরু হয়েছে ওরশ মেলার নামে এক মাস ব্যাপী অশ্লীল যাত্রাপালা। স্থানীয়রা বলছেন মেলার নামে সন্ধ্যার পর চলছে অশ্লীল নৃত্য। রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে এসএসসি পরীক্ষার কেন্দ্র । ছাত্র ছাত্রীরা চরম বিপাকে ।
‘আনন্দ অপেরা যাত্রাপালা’র নামে চলছে অশ্লীল নৃত্য আর বিকট শব্দের গান। আর গানের শব্দে একদিকে যেমন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নষ্ট করছেন অন্য দিকে অশ্লীল নৃত্য যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত দিয়ে নিয়ে যাচ্ছে। যাত্রা শো’র নামে আয়োজিত অপসাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ছুটছেন তরুণ ও যুবকরা। অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ মদদ ও প্রশাসনকে মাশুয়ারা দিয়ে প্রশসানের সামনেই চলছে এসব কার্যকলাপ।
মেলাকে কেন্দ্র করে আগামী মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। ঐ এলাকার এসএসসি পরীক্ষার্থী আব্দুল মমিন জানান, ১০-১২দিন ধরে মাইকের উচ্চ আওয়াজে পড়ালেখা করা সম্ভব হচ্ছে না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাত ১১টার পর থেকে শুরু হয় অশ্লীল নৃত্য চলে ভোর ৫টা পর্যন্ত। মেলা কমিটির লোকজন সাধারণ মানুষ ও সাংবাদিকদের কোন প্রকার ছবি বা ভিডিও না করার জন্য বারবার হুমকী দিয়ে থাকেন।
মেলা পরিচালনা কমিটির সভাপতি এনামুল চেয়ারম্যানের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন ফাউল কথা বলবেন না আপনার করা ভিডিওটা আপনি ধঁয়ে ধঁয়ে পানি খান।
মেলা সমন্ধে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, অশ্লীল নৃত্য হচ্ছে জানি না, হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফ্রিদা জানান, অশ্লীল নৃত্য হয়নি আমি কাল নিজে দেখে এসেছি। আপনি ডিসি স্যারের সাথে কথা বলেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, নেকমরদ ঐতিহ্যবাহী একটি মেলা শুধু মেলার অনুমোদন দেয়া হয়েছে কোন যাত্রা পালার অনুমোদন দেওয়া হয়নি। রাণিশংকৈল ইউএনও কে বিষয়টি জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে এসএসসি পরীক্ষার ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন ।
Discussion about this post