কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার মুক্তির দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে রানা মুক্তি পরিষদের নেতাকর্মীরা।
মঙ্গলবার ২৯ জানুয়ারি বেলা ১১টার দিকে রানা মুক্তি পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম খান হেষ্টিংস এর নেতৃত্বে ঘাটাইল কলেজ মোড় চত্বরে এ কর্মসুচী পালন করা হয়।
এমপি রানার নেতা-কর্মীরা মহাসড়কে সমবেত হয়ে তার মুক্তির দাবিতে মিছিল করে। এ সময় মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কি.মি. দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ফলে দূর-পাল্লার যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটাইল থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় নেতাকর্মীরা।
অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন- পৌর আ’লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদার, যুবলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ তালুকদার সুজন, ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ রানা মুক্তি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, সাবেক এমপি রানা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী হয়ে প্রায় তিন বছর ধরে কাশিমপুর কারাগারে রয়েছেন।
Discussion about this post