মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ
টাঙ্গাইলের মির্জাপুরে যৌন হয়রানি করতে গিয়ে ৬ শিক্ষার্থীর ওপর মোটরসাইকেল তুলে দিয়েছে দুই বখাটে। এতে দু’জনের পা ভেঙে গেছে।
পরে পালাতে গেলে স্থানীয়রা হৃদয় নামে এক বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
রোববার উপজেলার হাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার হারিয়া উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী— অষ্টম শ্রেণির শিলা আক্তার, নার্গিস আক্তার, শায়েলা আক্তার, স্মৃতি আক্তার, ষষ্ঠ শ্রেণির ইতি আক্তার ও এসএসসি পরীক্ষার্থী শাওন রোববার বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় একই এলাকার চানপুর গ্রামের জবেদ আলীর ছেলে হৃদয় ও তার সহযোগী শিশির মোটরসাইকেলে যাওয়ার সময় তাদের উত্ত্যক্ত করতে থাকে।
এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের ওপর বেপরোয়াভাবে মোটরসাইকেল তুলে দেয়। এতে শিলা, নার্গিস, স্মৃতি, শায়লা, ইতি ও শাওন আহত হন। এদের মধ্যে শাওন ও শিলার পা ভেঙে গেছে। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, উত্ত্যক্তের সময় দুই বখাটে শিক্ষার্থীদের ওপর মোটরসাইকেল তুলে দেন। পরে একজনকে ধরে স্থানীয়রা পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
হারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম জানান, হৃদয় এই বিদ্যালয়েরই ছাত্র। তবে, সে বখাটে প্রকৃতির। আরেক বখাটে শিশিরকে নিয়ে সে প্রতিদিনই রাস্তায় ছাত্রীদের উত্ত্যক্ত করে। অনেকবার অভিভাবকদের বললেও তারা সংশোধন হয়নি।
Discussion about this post