গাজায় উপত্যকায় ইসরায়েলিদের হামলায় হামাসের একজন সিনিয়র কমান্ডার নিহতের ঘটনায় শহীদদের রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছে হামাস।
এক বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলায় প্রতিরোধ সংগ্রামীদের পূর্ণ প্রস্তুত থাকতে হবে।
গাজা উপত্যকার দক্ষিণের ‘খান ইউনুস’-এ ইসরায়েলি সেনাদের বিমান ও স্থল হামলায় হামাস কমান্ডারসহ ৭ জন ফিলিস্তিনি নিহত হন।
এ ঘটনার পরই এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।
ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ডে নিজের অবৈধ উপস্থিতি বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রামী ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা করে আসছে। তবে ফিলিস্তিনি জনগণ মনে করেন, এভাবে মানুষ হত্যা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না ইসরায়েল।
বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি দল প্রতারণার আশ্রয় নিয়ে একটি বেসামরিক গাড়িতে করে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করে। তারা চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেডের সিনিয়র কমান্ডার নূর বারাকা’কে হত্যা করে।
Discussion about this post