আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
শুক্রবার ভেল এসএ মালিকানাধীন খনিটির বর্জ্যের বিশাল এক প্রবাহ নেমে এসে খনির স্থাপনাগুলো ধ্বংস করে নিকটবর্তী একটি বসতিকে বিচ্ছিন্ন করে দেয়। কয়েক মাইল জুড়ে ১৫০ মিটার পুরু আবর্জনার স্তুপ রয়েছে।
দেশটির মিনাস জেরাইস রাজ্যের দমকল বিভাগ নিহতের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করেছে। এছাড়া আহত আরও ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
ভেল এসএ কোম্পানি নিখোঁজ ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। এতে এখনও প্রায় ২৫০ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। নিখোঁজদের সবাই ভেলের কর্মী অথবা ঠিকাদার। রোববার সকাল থেকে উদ্ধার কাজ আবারও শুরু হয়েছে।
উদ্ধারকারীরা ব্রামাদিনহো শহরের কাছের এই খনিটির স্থাপনা ও আশেপাশের বাড়িগুলো কাদার নিচে চাপা পড়া এবং আটকে পড়া একটি বাস ও ট্রেনে জীবিতদের উদ্ধারের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন।
Discussion about this post