নাগরপুর(টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার সকালে টাঙ্গাইলের নাগরপুর নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অঙ্গনে উপজেলার সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা কমিটির আহবায়ক অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ আহসানুল ইসলাম টিটু।
এ সময় প্রধান অতিথি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রতি অহবান জানান। তিনি আরও বলেন প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব থাকা সত্বেও কেন শিক্ষক ও শিক্ষর্থীরা পিছিয়ে রয়েছে। যদি কোন বিদ্যালয়ের ল্যাব সংক্রান্ত কোন সমস্যা থাকে তবে তার সমাধান করার উদ্যোগ গ্রহন করা হবে। তবে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীকে আইসিটি তথা কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহী হয়ে বিশ^নেত্রী মাননীয় প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনে অংশীদার হওয়ার আহবান জানান তিনি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাড. মূলতান উদ্দিন আহমেদ, নাগরপুর যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (অবঃ) আহসান উদ্দিন মিয়া, অধ্যক্ষ মিনজুর রহমান, মো. আলমাছ উদ্দিন, মো. ফরহাদ হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ।
Discussion about this post