মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী বাছাইয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় সাংসদ একাব্বর হোসেনের বাসভবন চত্বরে ভোটের আয়োজন করে।
অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) একাধিক প্রার্থী থাকায় নেতৃবৃন্দ এই ভোটের আয়োজন করেন বলে জানা গেছে। নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সদস্য ছাড়াও ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকরা ভোট প্রদান করেন।
চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।
এতে মীর এনায়েত হোসেন মন্টু ২০৬ ও শামীম আলম মামুন ১৭৪ ভোট পান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম সিকদার পেয়েছেন পান ৭৫ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা দলীয় একক প্রার্থী মনোনীত হয়েছেন।
এই নির্বাচনে ৩৯৩ জন ভোটারের মধ্যে ৩৮৩ জন কাউন্সিলর এই ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোটেক মোশারফ হোসেন মণি জানিয়েছেন।
Discussion about this post