মাভাবিপ্রবি সংবাদদাতা : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল উদ্যোগে ২০০ টি কম্বল বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর চ্যাটার্ড সেক্রেটারী রোটারিয়ান ড. হারুন-অর-রশিদ, রোটারী ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, সাধারন সম্পাদক রোটারিয়ান বিমল ক্রান্তি ঘোষ, রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির সভাপতি রোটারিয়ান ড. তাহমিনা খানম, রোটারিয়ান ড. পিনাকী দে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল মাহমুদসহ রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর প্রেসিডেন্ট এস.এইচ.সোহাগ।
Discussion about this post