স্টাফ রিপোর্টার : ‘শান্তি রক্ষার্থে পুলিশকে সহায়তা করুণ,পুলিশের সেবা গ্রহণ করুণ এই স্লোগানকে সামনে রেখে ‘পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে।
রবিবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন,টাঙ্গাইল জেলা প্রসাশক মো:শহিদুল ইসলাম,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌর মেয়র জামিলুর রহমান মিরন,টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহ্মেদ ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেদুর রহমান(তাব্বি)সহ পুলিশের আরো কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রিক্সা ও ইজিবাইকসহ বিভিন্ন শ্রমিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Discussion about this post