কারকনিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলিসহ চমন হোসেন (২৭) নামে একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রুপপুর বাঁশ বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চমন হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, শনিবার দুপুরে নতুন রুপপুর বাঁশ বাগানে সন্দেহভাজন একজন ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চমনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, চমনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ ৬/৭ টি মামলা রয়েছে।
Discussion about this post