বিনোদন ডেস্ক : ছুটি কাটাতে দুবাই গিয়েছেন বর্তমান সময়ের আলোচিত তারকা মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। এক সপ্তাহ যাবত তিনি সেখানে অবস্থান করছেন। সেখানে তোলা তার কিছু ছবি ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সানাই পূর্বপশ্চিমকে বলেন, আমি ঘুরতে ভালোবাসি। প্রায়ই দেশের বাইরে আমার পছন্দের স্থানে ঘুরতে আসি। এই মুহূর্তে আমি আছি ‘বুর্জ আল-আরব’ মার্কেটে। শিগগিরিই দেশে ফিরে আমি আমার কাজে মনোনিবেশ করবো।
প্রসঙ্গত, নিজের ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়ে আলোচনায় আসা সানাই ইতোমধ্যে ‘বড় লোকের মাইয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক সাড়া পান সানাই। বছরের শুরুর দিনে মুক্তির পর একদিনেই গানটি দেখা হয়েছিল লক্ষাধিকবার।
নানা কারণে আলোচনায় আসা সানাই মূলত একটি চলচ্চিত্রের মহরতের মাধ্যমে আলোচনায় আসেন। জায়েদ খানের বিপরীতে সানাই অভিনীত ছবিটির পরিচালক গাজী মাহবুব। এটি ছাড়াও বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সানাই মাহবুব সুপ্রভা।
Discussion about this post