স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইল শহরের পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া। পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল গফুর।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post