বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন আহত হয়। শনিবার বিকেলে জেলার কালিহাতী এবং সকালে গোপালপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক্টর চালক তোফাজ্জল হোসেন গোপালপুরের সুন্দরগ্রামের ইনসান আলীর ছেলে এবং কালিহাতী উপজেলার জোগারচর এলাকার বাবলু মন্ডল (৩৫)।
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় ভ্যানের একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের চালক গুরুত্বর আহত হয়। শনিবার বিকেল ৫ টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাবলু ম-ল (৩৫)।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই কবিরুল হক বলেন, জোগারচর থেকে ভ্যানযোগে বাবলু বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যেই ভ্যানটিকে পেছন দিকে থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী নিহত ও ভ্যানের চালক গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে আহত ভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
অপরদিকে টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। শনিবার সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক তোফাজ্জল হোসেন উপজেলার সুন্দর গ্রামের ইনসান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে গোপালপুর থেকে একটি ট্রাক্টর হেমনগরের দিকে যাচ্ছিলো। এ সময় ট্রাক্টরটি নবগ্রাম এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
Discussion about this post