শিক্ষা ডেস্ক : ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
মূলত প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি হলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত আছেন।
সভাপতির বক্তব্যে নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পথচলার আহ্বান জানান রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
আলোচনা অনুষ্ঠান শেষে ঢাবির চারুকলা থেকে র্যালি বের করা হবে।
Discussion about this post