কারকনিউজ ডেস্ক : বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে রোজিনা বেগম (৪২) ও মমতাজ বেগমের (৫০) লাশ উদ্ধার করা হয়। আর শনিবার (২৬) সকালে উদ্ধার করা হয় রোজিনা বেগমের স্বামী মতিউর রহমান মতির লাশ।
নিখোঁজ অন্যজন হলেন রোজিনা বেগমের ৫ বছরের ছেলে আবিদ।
শুক্রবার গভীর রাতে মাঝ নদীতে মানিক-৩ নামের একটি লঞ্চের সঙ্গে যাত্রীবাহী একটি খেয়া নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় নৌকায় থাকা একই পরিবারের চারজন নিখোঁজ হন।
সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতদের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান এখনও চলছে।
Discussion about this post