বহুল আলোচিত হিরো আলম আগেই জানিয়েছিলেন যে তিনি জাতীয় নির্বাচনে অংশ নিবেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরের সাথে একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। তখন আলোচনার ডানপালা মেলেছিল যে জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম। সে খবরে বাতাস দিয়েছিলেন হিরো আলম নিজেও। এবার জানালেন সত্যি সত্যি জাতীয় নির্বাচন করতে যাচ্ছেন তিনি।
নিজ এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন ফেসবুকে ভাইরাল হয়ে তারকা বনে যাওয়া এই তারকা। সোমবার (১২ নভেম্বর) মনোনয়ন সংগ্রহ করবেন তিনি। তবে কোন দল থেকে মনোনয়ন নিবেন তহা এখনো জানাননি হিরো আলম।
হিরো আলম বলেন, ‘ভাবছি আজই (সোমবার) মনোনয়নপত্র সংগ্রহ করবো। জাতীয় পার্টিসহ দুটি দলের সঙ্গে আমার কথা হয়েছে। তবে কোন দল থেকে মনোনয়ন নেব ভাবছি। মনোনয়নপত্র সংগ্রহ করার পরই জানাবো বিষয়টি।’
হিন্দি ছবিতে অভিষেক হওয়া এই তারকা বলেন, ‘নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’
Discussion about this post