আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলের মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের একটি বাঁধ ধসে অন্তত ৭ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১৫০ জন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, শুক্রবার (২৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে। বাঁধ ধসের পর ছড়িয়ে পড়া কাঁদার নদীতে আশেপাশের বহু এলাকার মানুষ আটকে পড়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর।
ফায়ার ব্রিগেডের সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৯ হাজার মানুষের শহর ব্রুমাদিনহোর আশেপাশের এলাকায় পরিস্থিতি মোকাবিলায় জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধার কাজ চালাচ্ছে।
দেশটির জরুরি বিভাগ জানায়, হেলিকপ্টারে করে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে। বাঁধ ধসে পড়ায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শ্রমিক। তারা বাঁধের কাছে একটি ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই ক্যাফেটেরিয়াও কাঁদা-মাটির নিচে চাপা পড়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রাজিলের একটি বৃহত্তম খনি কোম্পানির ওই বাঁধটি কিভাবে ধসে পড়ল তা এখনও পরিষ্কার নয়। দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা ইলবামা জানিয়েছে, ধারণা করা হচ্ছে বাঁধ ধসের কারণে লাখ লাখ টন জল ও কাঁদা ছড়িয়ে পড়েছে।
Discussion about this post