লাইফস্টাইল ডেস্ক : দাঁত মাজার জন্য ব্যবহার করা হয় টুথপেস্ট। দাঁত মাজা ছাড়াও টুথপেস্টের রয়েছে কিছু মজার ব্যবহার। টুথপেস্টের এ মজার ব্যবহার দেখে চমকে যাবেন আপনি। চলুন জেনে নিই টুথপেস্টের কিছু মজার ব্যবহার।
১. হঠাৎ আপনার শরীরের কোনো অংশ আগুনে পুড়ে গেলে পোড়া স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জ্বালা ভাব কমে গেছে। তবে অনেক পুড়ে গেলে টুথপেস্ট না লাগিয়ে দ্রুত হাসপাতালে যান।
২. মুখে ব্রণ হলে, ব্রণ আক্রান্ত অংশে রাতে শোওয়ার আগে টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন, ব্রণর আকৃতি অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এই ভাবে ধীরে ধীরে ব্রণ সেরেও যাবে।
৩. অনেক সময় রান্না করার সময় হলুদ বা অন্যান্য মশলা লেগে লেগে নখ হলদেটে হয়ে যায়। এ ক্ষেত্রে নখে টুথপেস্ট লাগিয়ে ভাল করে ঘষে নিন। দেখবেন, নখের হলদেটে ভাব কেটে যাবে।
৪. পুরনো রুপার গয়নার কালচে ছোপ পড়ে গেলে সেই কালচে দাগ দূর করে গয়নার চাকচিক্য ফিরিয়ে আনতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী। পুরনো রুপার গয়নায় টুথপেস্ট লাগিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে ব্রাশ দিয়ে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন রুপার গয়নার কালচে দাগ কেটে গিয়ে নতুনের মতো চকচকে হয়ে যাবে।
৫. মশা বা অন্য কোনও পোকামাকড় কামড়ালে অনেক সময় চুলকায় বা জ্বালাপোড়া করতে থাকে। কখনও কখনও আক্রান্ত অংশ ফুলে ওঠে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিলে ত্বকের জ্বালাভাব বা চুলকানি দ্রুত কমে যাবে।
৬. ঘরের শখের, দামি কার্পেটে খাবার পড়ে দাগ হয়ে গিয়েছে? চিন্তার কিছু নেই! কার্পেটের এই দাগ তুলতে টুথপেস্ট অত্যন্ত কার্যকর। কার্পেটের দাগ লাগা অংশে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো করে কিছুক্ষণ ঘষুন। এর পর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন কার্পেটের দাগ চলে গেছে।
Discussion about this post