মাছুদ রানা, বিশেষ প্রতিবেদক : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মন্ডলির অন্যতম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ গুলশান বনানী নয়, বাংলাদেশ কৃষকের দেশ। আমি জানি এই মূর্হুতে ধানের দাম কম। সরকার সিদ্ধান্ত নিয়েছে আরো কিছু ধান কিনবে। জাতে ধানের দাম কিছুটা বৃদ্ধি পায়। আমাদের কৃষক ভাইরা ধানের দাম পায়। এ নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে। ধানের দাম বাড়লে নি¤œ আয়ের মানুষের কষ্ট হয়। আবার ধানের দাম কমলে কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই উভয় সংকটের মধ্যে ধানের দাম একটা ভালো অবস্থায় থাকে। তার সাথে গরিবরা যেন চাল কিনতে কষ্ট না হয়। এই দুই দিক বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে কৃষিকে বানিজ্যিকরণ লাভজনক করার জন্য এমন কৌশল অবলম্বন করবো, যেন কৃষি হবে সম্মানজনক ও ভদ্রলোকের পেশা।
শুক্রবার বিকেলে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সরকারি করেজ মাঠ প্রাঙ্গনে নাগরিক গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সামনে উপজেলা নির্বাচন। শোনা যাচ্ছে এই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে না। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না, তাতে কিছু যায় আসে না। এ দেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন কোন শক্তি নেই যে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে বাধাগ্রস্থ করে। দেশকে নাশকতার পথে নিয়ে যায়। কেউ যদি নাশকতা করতে চায় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের পায়ের নিচে এখন মাটি নেই। তারা একটি ভুল কৌশলে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ করেছে। আপনারা যদি আবার নাশকতা জঙ্গিবাদের আশ্রয় নেয় তাহলে বিএনপি দল হিসেবে বিলীন হয়ে যাবে। মুসলিম লীগের যে পরিনতি হয়েছে সেই অবস্থা হবে বিএনপির।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নাগরিক কমিটির আয়োজনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা আওয়ালী লীগের সভাপতি ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বদিউল আলম মঞ্জু।
গণ সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, কৃষিমন্ত্রীর সহধর্মীনি শিরিন আক্তার ভানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমেদ ফরিদ, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার খান আবু, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রমূখ।
Discussion about this post