কারক নিউজ ডেস্কঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি ইটভাটার মেসে কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা থানার নিজপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), কামিক্ষার ছেলে অমৃত চন্দ্র রায় (২০), কৃশব চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), রামপ্রসাদের ছেলে বিপ্লব (১৯), পাঠানপাড়া গ্রামের ফজলুল করিমের ছেলে মাসুম (১৮), নূর আলমের ছেলে মোরসালিন (১৮), নিচপাড়া গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায় (২৫), অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় (১৯), শিমুলবাড়ি গ্রামের মৃণাল চন্দ্র রায় (২১), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), রাজবাড়ি গ্রামের ধলু চন্দ্র রায়ের ছেলে কনেক চন্দ্র রায় (৩৫), বিকাশ চন্দ্র রায় (২৮)।
নিহত ব্যক্তিরা সবাই ইটভাটার শ্রমিক। তারা মেসার্স কাজী অ্যান্ড কোং ইটভাটার মেসে ছিলেন। দুর্ঘটনার সময় তারা মেসে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ব্রিক ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করা হচ্ছিল। হঠাৎ ট্রাকটি উল্টে গিয়ে ব্রিক ফিল্ডের লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে সেখানে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় মারা যান আরও একজন।
তিনি জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post