স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা গ্রামবাসীর উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার রাতে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আরফান আলী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলমগীর খান মেনু, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন।
এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারন সম্পাদক এম এ রৌফ, আসন্ন ইউপি নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হোসেন কিসলুসহ অনান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিঠু ও উদীয়মান নেতা আসিফ ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Discussion about this post