কারকনিউজ ডেস্ক : মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য যুধিষ্ঠি বসুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একই এলাকায় দুই নারী ও দুই পুরুষকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোরে বাড়ির পাশের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভোরে বাড়ির কাছের একটি রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার সন্দেহে একই এলাকার যুতিন বসু তার স্ত্রী, বিমল বসু, মিঠুণ বসুসহ ৪ জনকে আটক করেছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, ‘ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং একই এলাকার ৪জনকে আটক করা হয়েছে।
Discussion about this post