রংপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ রানা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত মাসুদন একজন চিহ্নিত ডাকাত।
সোমবার ( ১১ নভেম্বর) ভোরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের সাতানি শেরপুর এলাকায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। গঙ্গাচড়া থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতরা হলেন- এসআই আবদুল ওহাব, আমজাদ হোসেন, এএসআই মাসুদ রানা, মামুনুর রশিদ ও মমসের।
রংপুরের অতিরিক্ত সুপার পুলিশ (সার্কেল এ) সাইফুর রহমান সাইফ জানান, ভোর তিনটর দিকে টহল পুলিশের একটি দল গঙ্গাচড়ার বেতগাড়িতে পৌঁছালে একদল ডাকাতি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদ রানা নামে একজন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাইফুর রহমান জানান, নিহত মাসুদ রানা একজন চিহ্নিত ডাকাত। তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post