কারকনিউজ ডেস্ক : হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গের চক গ্রামে পরিবারিক বিরোধের জেরধরে রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধুকে গলাটিপে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত রোজিনা আক্তার শামীম মিয়ার স্ত্রী।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনার সাথে তার ভাসুর আব্দুল ওয়াদুল মিয়ার দীর্ঘদিন যাবত পরিবারিক কলহ চলে আসছে। এরই জেরধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা রোজিনাকে গলাটিপে নির্মম ভাবে হত্যা করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে সর্বত্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশের এসআই শাহিদ মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরিবারিক বিরোধই এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালমা আক্তার নামে এক মহিলাকে আটক করা হয়েছে।
Discussion about this post