বিনোদন ডেস্ক : বাংলাদেশি উপস্থাপিকা, সাবেক মিস হেরিটেজ ইসরাত পায়েল একাধিক বিকিনি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুকে। সম্প্রতি এই সুন্দরী গোপনে বিয়ে করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সাথে সম্পর্কে জড়ান বাংলাদেশি এই উপস্থাপিকা। সম্পর্কও অনেকদূর গড়িয়েছে। ইতোমধ্যে আঙটিও বদল করেছেন তারা। একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে গত সেপ্টেম্বরেই তারা বিবাহ পূর্ব এনগেজমেন্ট পর্ব সেরে ফেলছেন।
ইসরাত পায়েল বেশ কিছুদিন ধরেই আজান খানের সাথে গোপনে প্রেম করছিলেন। গত সেপ্টেম্বরে প্রেমের টানে কিছুদিন আগে ইসরাত পায়েল যুক্তরাষ্ট্রও যান।
গতকাল ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করা ছবিতে দেখা যায়, আজান খানের সাথে আটলান্টিক মহাসমুদের বাহামা দীপপুঞ্জের প্যারাডাইজ আইল্যান্ডের সৈকতে বিকিনি পরিহিত অবস্থায় সাঁতারে মেতে ওঠেন।
Discussion about this post