বিনোদন ডেস্ক : বন্ধুদের সঙ্গে দুবাই গেলেন সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা সানাই। পাঁচ-ছয় দিন সেখানে অবস্থান করবেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই লটে প্রায় ৩৬ টি গানের ভিডিওর কাজ করেছি। পাশাপাশি অন্যান্য কাজে, কাজের প্রিপারেশনের ঝামেলা তো ছিলই। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছি বলা যায়। তাই একটু চেঞ্জ দরকার। কোথাও একা ঘুরতে যাওয়ার মধ্যে কোনও আনন্দ নেই। দুবাই যাচ্ছি জানতে পেরে খুব কাছের কিছু বন্ধু-বান্ধবও যাওয়ার আগ্রহ প্রকাশ করলো। ব্যাস, একটা টিম হয়ে গেলাম আমরা। আজই যাচ্ছি। ফিরতে পাঁচ-ছয়দিন সময় লাগবে। আশাকরি ফ্রেস মুডে দেশে ফিরতে পারবো।’
সানাই তার ফেসবুক ফ্যান পেজে বেশ কিছু জিমের ছবি পোস্ট করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুস্থ্য থাকতে হলে এক্সারসাইজের কোন বিকল্প নেই। এটা আপনাকে ফিটনেস দেবে। যা একজন মডেলের জন্য প্রথমত দরকার। আমি জিমে ব্যায়াম করি। আমার নিজস্ব ইন্সট্রাকটর রয়েছে। তবে, আমি অন্য সবার মতো সকাল বা রাতে ব্যায়াম করি না। আমার এক্সারসাইজের সময় বিকেল। নানা কাজে অনেক রাত জাগতে হয় বলে খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। তাই বিকেলের সময়টাই বেছে নিয়েছি।
Discussion about this post