মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে চাহিদামতো টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে ৮ম শ্রেণির এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের দাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ে ছাত্রী আমেনা আক্তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যাওয়ার জন্য মায়ের কাছে ২০০ টাকা দাবি করে। প্রথমে মা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলেও পরে ১৮০ টাকা দেয়। কিন্ত ২০ টাকা কম দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ঘরের ভেতর গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মির্জাপুর থানা উপপরিদর্শক মো. ফয়সাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post