আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সোনিয়া গান্ধীর কন্যা এবং রাহুল গান্ধীর বড় বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে।
বুধবার (২৩ জানুয়ারি) এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দলটি। আগামী মাস থেকেই সাধান সম্পাদকের দায়িত্বভার বুঝে নেবেন তিনি।
তাঁকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছেন রাহুল গান্ধী।
আর এতে বেজায় খুশি প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট ভদ্র৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁর স্ত্রী, স্বভাবতই খুশি তিনি৷ ফেসবুকে নিজের সঙ্গে স্ত্রী প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করেছেন রবার্ট৷
এই সিদ্ধান্তটি নিয়ে পাকাপাকিভাবে ঘোষণার পরেই রবার্ট ভদ্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন,‘‘শুভেচ্ছা…তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে সব সময় পাশে আছি ৷ তুমি তোমার সেরাটা দিও ৷’’
Discussion about this post