স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সয়সদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, জেলা সিনিয়র অফিসার কাজী গোলাম আহাদ প্রমুখ। অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থী।
অনুষ্ঠানে জেলার কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাজে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
Discussion about this post