কারকনিউজ ডেস্ক : ‘সাংস্কৃতিক নাট্যোৎসব হোক, সমাজ গড়ার হাতিয়ার’—এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে দুদিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার এলেঙ্গায় এ নাট্যোৎসব শুরু হয়।
নাট্যোৎসবের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন—টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী।
এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন—দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
নাটক প্রথম দিন মঞ্চায়ন হয়েছে ‘সতি কলঙ্কিনী’ এবং দ্বিতীয় দিন হবে ‘গরিবের আর্তনাদ’। বুধবার রাত পর্যন্ত চলবে এ নাট্যোৎসব।
Discussion about this post