খেলাধুলা ডেস্ক : নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর খেলায় প্রতিদ্বন্দিতা করবেন বসুন্ধরা কিংস বনাম ঢাকা আবাহানী লিমিটেড। এই খেলা উপলক্ষে ইতোমধ্যে নীলফামারীসহ রংপুর বিভাগের ফুটবল প্রেমিদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। খেলা উপলক্ষে নীলফামারী শহরকে সাজানো হয়েছে নতুন সাজে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র মতে, ১৮ জানুয়ারি থেকে শুরু হয় এই আসর। নীলফামারীর ভেন্যুটি বেঁছে নিয়েছে স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফুটবল ক্লাব। তাদের সঙ্গে ৭টি ম্যাচ খেলবে ঢাকার বড় বড় ক্লাবগুলো। আজ ২৩শে জানুয়ারি বিকেল ৩টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করবে গতবারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশের ফুটবলে নবাগত শক্তিধর ও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এর আগে গত বছরের ২৯ আগষ্ট ও ২১ সেপ্টেম্বর নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক দুইটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তিল ধরার ঠাঁই ছিল না গ্যালারিতে। এবার জনসাধারণকে আনন্দমুখর রাখতে বাফুফে নানা আয়োজনের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগকে সামনে রেখে ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামকে সাজাতে নানা রঙ ব্যবহার করা হয়েছে গ্যালারিতে। সেই সাথে গত এক সপ্তাহ ধরে কর্মীরা ব্যস্ত সময় পার করেছেন মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।
জনসাধারণের জন্য থাকছে ৭টি ম্যাচ উপভোগের টিকিটের ব্যবস্থা। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৩০ টাকা, চেয়ার ১৫০ টাকা আর ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ১৯ জানুয়ারি থেকে এই টিকিট বিক্রি শুরু করে জেলা ক্রীড়া সংস্থা।
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আমার ক্লাব বসুন্ধরা কিংস ২৩ জানুয়ারির উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিডেটের সঙ্গে। উদ্বোধনী খেলায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, দর্শক ঢলের মধ্য দিয়ে অতীতের সকল খেলা সার্থক হয়েছে। এবারো সেই সফলতা ধরে রাখতে চাই আমরা। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।
Discussion about this post