জামাইয়ের বাড়ি হতে ধারের টাকা নিয়ে ফেরার পথে নীলফামারীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলেমা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী পঞ্চগড় জেলার দেবীগজ্ঞ উপজেলার সোনাহার এলাকার আইজুল ইসলামে স্ত্রী।
সোমবার (১২ নভেম্বর) দুপুরে ডোমার-জলঢাকা সড়কের তিনবট নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে জলঢাকা-ডোমার সড়কের তিন বট এলাকায় চিৎকার শুনে এলাকাবাসী ছুটে যায়। এ সময় একজন মধ্যবয়সী নারীর ওড়না অটোরিকশার চাকায় একটি অংশ ও গলায় আরেকটি অংশ পেঁচানো মৃতদেহ দেখতে পায়। তবে গলায় অনেক বড় কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় এলাকাবাসী জলঢাকা থানা, মিরগজ্ঞ পুলিশ ফাঁড়ি ও ডোমার থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং অটোরিকশা চালক ও দুই জন যাত্রীকে থানা হেফাজতে নিয়ে যায়।
নিহতের মেয়ের জামাই মো. শাহিন আলম জানান, সোমবার সকাল ১১ টার দিকে আমার নিকট হতে ১৪ হাজার টাকা ধার নিয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য আমার বাড়ি হতে বের হয়। পথে এই দুর্ঘটনা ঘটে।
মিরগজ্ঞ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discussion about this post