কারকনিউজ ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের (ডিএসসিসি) ১৮টি করে সাধারণ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার (২২ জানুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে হওয়া কমিশনের বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ২ ফেব্রুয়ারি বাছাই এবং ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
Discussion about this post