বিশেষ প্রতিবেদক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাতেন বাহিনী প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সদ্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের (৭২) দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে ১১ টার দিকে টাঙ্গাইলের নাগরপুরের কোনড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে। এ সময় সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নাগরপুর-দেলদুয়ার উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী পুরুষ রাতাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। প্রাণ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান তাঁর রাজনৈতিকসহ কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশারমানুষ।
শেষ বারের মতো তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসানছোট মনির, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও নাগরপুর-দেলদুয়ার উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগন।
পরে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি গত রবিবার দিবাগত রাতে ঢাকার ন্যাম ভবনের বাসায় নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। পরে তার মৃত দেহ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা শেষে নিজ বাড়ি নাগরপুরে আনা হয়।
Discussion about this post