বিনোদন ডেস্ক : ফেসবুক ফ্যান পেজ খুলেছেন এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানাই। এই পেজ সম্পর্কে তিনি বলেন, ‘ক্রমাগত ট্রোলের শিকার হয়ে যখন ভাবলাম যে একাউন্টটা ডিএ্যাকটিভ করে দেব, তখন দেখলাম আমার একাউন্ট অলরেডি হ্যাক হয়ে গেছে। কি আর করা, শেষ পর্যন্ত ফ্যান পেজটা খুললাম। রেসপন্স গ্রেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির থাকা এখন একজন মিডিয়া কর্মীর জন্য ইমপরটেন্ট বিষয়। তাই এটা খোলা।’
আপনার ফেসবুক একাউন্ট কে হ্যাক করলো জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আমার ফ্যান পেজে একটা পোস্ট দিয়েছি। একটু দেখে নেবেন প্লিজ।’
খুঁজে পাওয়া গেল সেই পোস্ট। সেখানে তিনি লিখেছেন, ‘কিছু কথা শুনলে সত্যি হাসি পায়… তারা নাকি প্রথম সারির নায়িকা… তাহলে তাদের মাথা ব্যাথার কারণ আমি কেন? লুল দুনিয়া…যদি সত্যি তারা প্রথম সারির নায়িকা হবে তাহলে সানাই তাদের সমালোচনার বিষয় হবে কেন? হ্যাকার বসায় আইডি হ্যাক করায়, নিজেরা এতই ইন্সিকিউরিটিতে ভুগে.. এগুলা বলে প্রথম সারির নায়িকা… ছিঃ থু…
দেখ আমাকে দেখ আর জ্বলে পুরে ছারখার হ…ছোটলোক দেখছি তোদের মত দেখিনি… আয় আমার বাসায় কামলা খাট আয়… মাসে ৩০০ টাকা করে দিব চলবে? ৩০০টাকা কি কম হইছে? তাহলে ৩৫০ টাকা দিব, হবে? এগুলা নাকি ১ম সারির নায়িকা… ছিঃলজ্জাও নাই? বুড়ি ভুস্কি গুলা… হ্যাকার বসায় আইডি হ্যাক করায়…’
এ ধরনের পোস্ট দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেখুন আমি প্রথম সারির সব নায়িকাদের উদ্দেশ্যে ওই পোস্ট দেইনি। প্রথম সারির কিছু কিছু নায়িকা যারা আমাকে ভয় পায় এবং যারা আমার একাউন্ট হ্যাকিংয়ের মতো নোংরা কাজ করেছে, শুধু তাদেরই বলেছি। এই পোস্ট শুধু তাদের গায়েই লাগবে। আর আমি চেয়েছি-ই যে তাদের গায়ে যেন লাগে।’
পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, মিডিয়ায় নানা প্লাটফর্মের তারাকারা তাকে নিয়ে লাইভে কটাক্ষ করে কথা বলেন। যেটা খুবই দুঃখজনক এবং তাদের ঈর্শাকাতরতারই প্রমাণ বহন করে।
সানাই বর্তমান সময়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন। কারো সাথে কথা বলার মতো সময়ও নেই তার। সানাই নতুন করে আরও ১৮টি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলেন। তিনি আশা করছেন যে, এই গানের ভিডিওগুলোতে দর্শক-শ্রোতারা তাকে নতুনভাবে পাবে।
Discussion about this post