গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : দেশ ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল পালপাড়া স্বর্গীয় মনিন্দ্র চন্দ্র পাল মহাশয়ের আঙ্গিনায় শুরু হয়েছে ১৬ প্রহরব্যাপী হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাঁধা গোবিন্দের অষ্টকালীন লীলাকীর্ত্তন।
গত ২০ জানুয়ারি রবিবার থেকে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কীর্তনীয়া দল নামসূধা কীর্তন এবং ২২ জানুয়ারি মঙ্গলবার ভোর হতে লীলাকীর্তন পরিবেশন করবেন ভারত থেকে আগত বিভিন্ন স্বনামধন্য কীর্তনীয়া দল। আগামি ২৩ জানুয়ারি বুধবার কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল এবং শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ দিয়ে মহন্ত বিদায়ের মাধ্যমে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলাকীর্ত্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, প্রতি বছর এ মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্ত্তন অনুষ্ঠানে সারাদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশ গ্রহন করে থাকে। তাদের জন্য থাকার সুব্যবস্থা না থাকলেও প্রতিদিন দু’বেলা ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানকে সফল করতে সকল ধর্মগোত্রের মানুষ আন্তরিকভাবে শারীরিক, মানসিক ও আর্থিক সহযোগিতা করে থাকে।
Discussion about this post