আন্তর্জাতিক ডেস্ক : আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতির কোন ঘটনা ঘটেনি। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএ+স) জানায়, ওয়াইঙ্গাপু নগরী থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত সুম্বা দ্বীপের অদূরে ৩১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, প্রথম দফা ভূমিকম্পের পর একই এলাকায় আরেক দফা কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
Discussion about this post