বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের বাসাইলে চাষিদের মাঝে বিনামূল্যে পাটের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে তিন হাজার কৃষকদের মধ্যে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শাহাদত হোসেন খান, বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এসব চাষিদের ১ কেজি পাটের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
Discussion about this post