কারকনিউজ ডেস্ক : ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব।
২১ মার্চ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস ব্রিফিং এ তিনি জানান, টাঙ্গাইল র্যাবের একটি চৌকস আভিযানিক দল নাগরপুর উপজেলার কাঠুরী ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচা মারা গ্রামের মৃত রহমুদ্দিন শেখের ছেলে শেখ মো: সোনা মিয়া (৩৩), টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার হরিপুর গ্রামের মো: খাদেমুল ইসলামের ছেলে মো: মোশারফ হোসেন (৩৫), টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মো: রবিন মিয়ার ছেলে মো: আকাশ মিয়া (৩৪) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মো: ভাষা মিয়ার ছেলে মো: ঠান্ডু মিয়া (২৫)। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি পিস্তল সদৃশ্য বস্তু, একটি চাকু, পুলিশের ভূয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা ভূয়া ডিবি পুুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময় ডাকাতি করতো।
র্যাব আরে জানায়, ঘটনার দিন ২০ মার্চ অস্ত্রের মুখে একটি হায়েসের চালককে জিম্মি করে মানিকগঞ্জ জেলার উদ্দেশ্যে টাঙ্গাইল থেকে রওনা হয়। পরে হায়েস চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইলের নাগরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post